জনতার কলম প্রতিনিধিঃ- উপত্যকায় লাগাতার জঙ্গিহানায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে সাধারণ মানুষ। কাশ্মীর থেকে সংখ্যালঘু মানুষদের সম্পূর্ণরূপে স্থানান্তরিত করা সম্ভব নয় বলেই তাঁদের নিরাপদ জায়গায় সরানো হচ্ছে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে । একইসঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর তরফে উপত্যকায় সাধারণ মানুষদের নিশানা করে হত্যা ও হিংসা ছড়িয়ে পড়ার জন্য পাকিস্তানকেই দোষারোপ করা হয়েছে বলে সূত্রের খবর ।নাম প্রকাশে অনিচ্ছুক এক কেন্দ্ৰীয় শীর্ষ আধিকারিক জানান , গতকালের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে যে কাশ্মীরে হিংসার ঘটনা বৃদ্ধি পেলেও তা জিহাদে পরিণত হয়নি । বেশ কিছু সন্ত্রাসবাদী সংগঠন এই অশান্তি ছড়াচ্ছে । এদের শীর্ষকর্তারা সীমান্তের ওপার থেকেই যাবতীয় নির্দেশ ও নজরদারি চালাচ্ছে বলে জানা যায়।
দেশ
লাগাতর জঙ্গিহানায় নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা
- by janatar kalam
- 2022-06-04
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this