জনতার কলম প্রতিনিধিঃ- পরিবেশ এবং বন্যপ্রাণী রক্ষায় নিষেধাজ্ঞা জারী করল সুপ্রিম কোর্ট। বন্যপ্রাণী অধ্যুষিত অভয়ারণ্যের ধারেকাছে খনি এবং কারখানা গড়ায় নিষেধাজ্ঞা জারি করল দেশের শীর্ষ আদালত। শুধু অভয়ারণ্যই নয়, জাতীয় উদ্যান সংলগ্ন কমপক্ষে এক কিলোমিটার এলাকায় খনি বা কারখানা গড়া যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। ওই এক কিলোমিটার অঞ্চলকে নিরাপদ এলাকা হিসেবে চিহ্নিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।তাছাড়া দেশের সর্বত্র বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা এবং পরিবেশের পক্ষে স্পর্শকাতর এলাকাগুলির নিরাপত্তার জন্য শুক্রবার বিধিনিষেধ জারি করেছে আদালত। তাতে অভয়ারণ্যে এবং জাতীয় উদ্যান সংলগ্ন এলাকাকে নিরাপদ বেল চিহ্নিত করার পাশাপাশি, মুখ্য বন সংরক্ষক -এর অনুমতি ব্যাতীত এই ধরনের কোনও রকম নির্মাণই করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। কোন কোন নির্মাণকে এই তালিকা থেকে বাদ দেওয়া যায়, বর্তমানে এমন কত নির্মাণ রয়েছে তার তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বন সংরক্ষণ কর্তাকে। আগামী তিনমাসের মধ্যে সেই তালিকা জমা দিতে হবে তাঁদের। তবে অভয়ারণ্য এবং জাতীয় উদ্যানের আশেপাশে খনি এবং কারখানার উপর সম্পূর্ণ ভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দেশ
অভয়ারণ্যের ধারে কাছে খনি এবং কারখানা গড়ায় নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের
- by janatar kalam
- 2022-06-03
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this