2024-12-18
agartala,tripura
দেশ

করোনায় অনাথ হওয়া শিশুদের হাতে চেক তুলে দেবেন প্রধানমন্ত্রী

জনতার কলম প্রতিনিধিঃ- মহামারী করোনাকালে অভিভাবকহীন হয়েছিল হাজারো শিশু । কেন্দ্রের তরফে সেই সময়েই অনাথ শিশুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল । পরবর্তী সময়ে অনাথ শিশুদের জন্য ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা ঘোষণা করা হয়েছিল কেন্দ্রের তরফে । এ বার অনাথ শিশুদের বৃত্তির ঘোষণাও করা হল । আগামিকাল , ৩০ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনায় অনাথ হয়ে যাওয়া শিশুদের হাতে বৃত্তির চেক তুলে দেবেন। ভারতীয় জনতা পার্টির জাতীয় সাধারণ সচিব অরুণ সিং জানান , মোদী সরকারের আট বছর পূর্তি উপলক্ষে যে ১৬ দিন ব্যাপী বিশাল কর্মসূচির আয়োজন করা হয়েছে , সেখানেই প্রধানমন্ত্রী মোদী ওই শিশুদের হাতে চেক তুলে দেবেন । উল্লেখ্য , ২০২১ সালের ২৯ মে পিএম কেয়ারের অধীনে শিশুদের জন্য বিশেষ প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এই প্রকল্পের উদ্দেশ্য ছিল করোনা সংক্রমণের জেরে যে সমস্ত শিশুর তাঁদের বাবা – মা বা অভিভাবক হারিয়েছে , তাদের সাহায্য করা । ২০২০ – র ১১ মার্চের পর থেকে যে সমস্ত শিশুর অভিভাবকের মৃত্যু হয়েছে , তারা এই প্রকল্পের আওতায় সুবিধা পাবে ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service