জনতার কলম প্রতিনিধিঃ- পেট্রোল-ডিজেলের উপর এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র। পেট্রোলে ৮টাকা, ডিজেলে ৬ টাকা এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে সাধারণ মানুষের কাঁধ থেকে দৈনন্দিন খরচের বোঝা লাঘব করতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সামান্য দাম কমলেও, সাধারণ মানুষ আদৌ রেহাই পাবেন কিনা, প্রশ্ন উঠছে। শনিবার নিজের টুইটার হ্যান্ডলে জ্বালানির উপর থেকে শুল্ক কমানোর ঘোষণা করেন নির্মলা। তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর সরকার দরিদ্র এবং সাধারণ মানুষের কষ্টলাঘবে প্রতিশ্রুতিবদ্ধ। তাই সাধারণ সুরাহার জন্য আরও কিছু পদক্ষেপের ঘোষণা করছি আমরা।’ এক্সাইজ ডিউটি কমায় সাড়ে ৯টাকা দাম কমবে পেট্রোলের। এক্সাইজ ডিউটি কমায় ৭টাকা দাম কমবে ডিজেলের। উজ্জ্বলা প্রকল্পের গ্যাসে সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে ভর্তুকি দেবে কেন্দ্র। বছরে সর্বোচ্চ ১২টি সিলিন্ডারে মিলবে এই ভর্তুকি বলে জানা যায়।
দেশ
এক্সাইজ ডিউটি কমছে পেট্রোল ডিজেলের উপর জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
- by janatar kalam
- 2022-05-21
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this