জনতার কলম প্রতিনিধিঃ- আমাদের দেশে করোনা-গ্রাফের ওঠানামা লেগেই রয়েছে। সামান্য কমল দৈনিক সংক্রমণ। যদিও গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ফের ২ হাজার পার। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৫৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২০ জনের। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৩৬৪। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১০। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৫ হাজার ৪৪। অ্যাক্টিভ কেসের হার ০.০৩ শতাংশ। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৯৮.৭৫ শতাংশ। দেশে একদিনে মৃত্যু হার ১.২২ শতাংশ। অন্যদিকে, রাজ্য স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা ৩৬। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪০ জন। সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। স্বস্তি বাড়িয়ে এদিনও রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা শূন্য। রাজ্যে একদিনে পজিটিভিটি রেট ০.৩৯ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ২৮ হাজার ৯৮৪ জন। মোট মৃত্যুর সংখ্যা ২১ হাজার ২০৩। করোনাকে হারিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ১৯ লক্ষ ৯৭ হাজার ৪০৪ জন।
দেশ
আবারও বাড়ল করোনা সংক্রমণের সংখ্যা
- by janatar kalam
- 2022-05-20
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this