জনতার কলম প্রতিনিধিঃ- কয়েকমাস ধরেই শ্রীলঙ্কার আর্থিক সঙ্কটের পরিস্থিতি চরমে। বিদেশি মুদ্রার ঘাটতির কারণেই দ্বীপরাষ্ট্রের আর্থিক সঙ্কট তীব্র থেকে তীব্রতর হয়েছে । পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে দেশজোড়া বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন মাহিন্দা রাজাপক্ষ । ইতিমধ্যেই শ্রীলঙ্কার নয়া প্রধানমন্ত্রী রূপে রনিল বিক্রমসিংঘে শপথ গ্রহণ করেছেন । শ্রীলঙ্কার আর্থিক সঙ্কট মোকাবিলায় শুরু থেকে পাশে থাকার বার্তা দিয়েছিল ভারত । ভারতের পক্ষ থেকে সাধ্যমতো আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করা হয়েছিল । তবে আর্থিক সঙ্কটের ব্যাধিতে ভুগতে থাকা শ্রীলঙ্কার সঙ্গে বাণিজ্যিক রপ্তানিতে লেনেদেনের সমস্যার মুখোমুখি হচ্ছিলেন ভারতীয় রপ্তানিকারকরা । বৃহস্পতির এই সমস্যার সুরাহা করেছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন মেকানিজমের বাইরে গিয়ে ভারতীয় মুদ্রায় ভারত – শ্রীলঙ্কার বাণিজ্যিক লেনদেনে ছাড়পত্র দিয়েছে দেশের শীর্ষ ব্যাঙ্ক । বিজ্ঞপ্তি জারি করে রিজার্ভ ব্যাঙ্কের তরফে এই কথা জানানো হয়েছে ।
দেশ
ভারতীয় মুদ্রায় ভারত – শ্রীলঙ্কার বাণিজ্যিক লেনদেনে ছাড়পত্র দিল দেশের শীর্ষ ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
- by janatar kalam
- 2022-05-20
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this