2024-12-18
agartala,tripura
দেশ

ভারতের অবস্থা কিছুটা প্রতিবেশী দ্বীপরাষ্ট্র শ্রীলংকার মত- রাহুল গান্ধী

জনতার কলম প্রতিনিধিঃ- বিগত কিছুদিন পূর্বে চরম আর্থিক সঙ্কটের মুখে পড়ে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। জ্বালানি সঙ্কট , নিত্যনৈমিত্তিক জিনিসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি সেদেশের সাধারণ মানুষকে পথে নামতে বাধ্য করেছিল। পরিস্থিতি এমন জায়গ পৌঁছেছিল যে উত্তেজিত জনতার রোষের মুখে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন মাহিন্দা রাজাপক্ষ। তারপর ইতিমধ্যে ভারতের প্রতিবেশি দেশে প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন রনিল বিক্রমসিংঘে। শ্রীলঙ্কার অর্থনৈতিক সঙ্কট এখনও নিয়ন্ত্রণে আসেনি , কিন্তু ভারতের অর্থনৈতিক অবস্থা বাংলা মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন রাহুল গান্ধির । তাঁর মতে ভারতের পরিস্থিতি অনেকটাই ‘ শ্রীলঙ্কার মতো ‘ , এই সময় কেন্দ্রীয় সরকার মানুষের মন অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে । বেশ কয়েকদিন ধরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছিল কংগ্রেস। তাদের অভিযোগ , মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব নিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি । বুধবার বিজেপিকে নিশানা করে রাহুল গান্ধী লেখেন , “ মানুষের মন অন্যদিকে ঘুরিয়ে দিলে সত্যি বদলে যাবে না । ভারতের পরিস্থিতি অনেকটা শ্রীলঙ্কার মতো লাগছে । ” এই টুইটের পাশাপাশি ভারত ও শ্রীলঙ্কার বেকারত্ব , জ্বালানির দাম এবং সাম্প্রদায়িক সংঘর্ষ নিয়ে বেশ কয়েকটি রেখাচিত্র তিনি শেয়ার করেছেন । নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি এবং বেকারত্বকেই প্রধান হাতিয়ার করে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে লাগাতার আক্রমণ করছে কংগ্রেস ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service