2024-12-20
Ramnagar, Agartala,Tripura
দেশ

দেশের পাঁচ শহরে ‘ সুপার ডেলি পরিষেবা বন্ধ করে দিচ্ছে সুইগি

জনতার কলম প্রতিনিধিঃ- আমরা জানি মূলত বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়াই হল প্রাথমিকভাবে সুইগি – র কাজ। পরে ওই সংস্থা তাদের পরিষেবার ব্যপ্তি বাড়িয়েছে অনেকটাই। করোনা পরিস্থিতিতে যখন বাজার হাট আচমকাই বন্ধ হয়ে গিয়েছে , তখন রমরমিয়ে ব্যবসা করেছে এই ধরনের সংস্থাগুলি। সেই সময় খাবার ছাড়াও একাধিক দ্রব্য বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয় সুইগি। এই অ্যাপের মাধ্যমে দেশের অনেক শহরেই এখন মুদিখানা দ্রব্য থেকে শুরু করে তেল , সাবান , শ্যাম্পুর মতো নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র বাড়িতে পৌঁছে দেওয়া হয়। কিন্তু সব ক্ষেত্রে লাভের মুখ দেখতে পাচ্ছে না সংস্থা। তাই দেশের পাঁচ শহরে ‘ সুপার ডেলি পরিষেবা বন্ধ করে দিচ্ছে সুইগি । স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তের প্রভাব পড়তে সংস্থার সাথে যুক্ত কর্মীদের।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service