2024-09-20
agartala,tripura
দেশ

রেকর্ড পতন টাকার , প্রধানমন্ত্রীকে কটাক্ষ বিরোধীদের

জনতার কলম প্রতিনিধি:- মার্কিন ডলারের তুলনায় রেকর্ড পতন হল টাকার । ৫১ পয়সা পড়ে এক ডলার পিছু টাকার দাম দাঁড়িয়েছে ৭৭ টাকা ৪১ পয়সা। যা এখনও পর্যন্ত মার্কিন ডলারের তুলনায় টাকার দামের সর্বনিম্ন পতন। পাশাপাশি, বাজার খোলার পর সেনসেক্স ও পড়েছে ৭১৩ পয়েন্টের বেশি। নিফটি পড়েছে ২৪৮ পয়েন্ট। এদিন বাজার খোলার আগে স্টক মার্কেট লাল চিহ্নে শুরু করে। NSE-এর নিফটি 183.60 পয়েন্টের পতনের সাথে 16227-এর স্তরে ট্রেড করত শুরু করে। একই সময় BSE-র সেনসেক্স 575 পয়েন্ট পড়ে যায়। তাছাড়া এদিন বাজার খুলতেই সবচেয়ে বড় পতন দেখা গেছে মেটাল স্টকগুলিতে। তারা 2.75 শতাংশের বিশাল পতনের সঙ্গে ব্যবসা করছে। PSU ব্যাঙ্কের শেয়ার 2.26 শতাংশ ও তেল ও গ্যাসের শেয়ারগুলি 2 শতাংশ কমেছে। আজ এনএসইর সব সেক্টরাল সূচকের ধস নেমেছে। এদিকে, টাকার রেকর্ড পতন নিয়ে মোদি সরকারকে কটাক্ষ ছুঁড়েছেন বিরোধীরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service