2024-12-21
Ramnagar, Agartala,Tripura
দেশ

সতর্কতা জারী করল আবহাওয়া দপ্তর, শক্তিশালী হচ্ছে অশনী!

জনতার কলম প্রতিনিধিঃ- রবিবার বিকেল নাগাদ বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে নিম্নচাপ, তার শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় অশনি-র রূপ নিতে পারে এমনটাই আবাহাওয়া দফতরের পূর্বাভাস। উল্লেখ্য, আজ সকাল সাড়ে ৫টা নাগাদ নিম্নচাপটি ছিল নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ৪৫০ কিলোমিটার পশ্চিমে, পোর্ট ব্লেয়ার থেকে ৩৮০ কিলোমিটার পশ্চিমে ও বিশাখাপত্তনম থেরে ৯৭০ কিলোমিটার দূরে। দিল্লির মৌসম ভবন থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘খুব সম্ভবত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে এগোতে পারে। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রুপান্তরিত হতে পারে।’ শনিবার আবহাওয়া দফফতরের তরফে বলা হয়েছিল, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের আকার নিয়ে ওড়িশা ও অন্ধ্র উপকূলে ল্যান্ডফল করতে পারে। তবে এবার বলা হচ্ছে ঝড়টি উপকূল বরাবর বেশ খানিকটা এগিয়ে যেতে পারে। তবে শেষ খবর হল নিম্নচাপটি ইতিমধ্যেই অশনি-র রূপ নিয়েছে।আবহাওয়া দফতরের তরফে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড় তৈরি হলে সেটির গতি ৮ মে সর্বোচ্চ ৬০-৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে । তবে তা বেড়ে ১১০ কিলোমিটারও হতে পারে। আগামী ৯ মে ঝড়ের গতিবেগ বেড়ে হতে পারে ১০৫-১১৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। বিশেষ সতরেকতা জারি করা হয়েছে ওড়িশা, অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গের জন্য। বাংলায় রাজ্য সরকার ইতিমধ্যেই বেশকিছু ব্যবস্থা গ্রহণ করেছে। ওড়িশা সরকার মোট সাড়ে সাত লাখ মানুষকে সরিয়ে নেওয়ার জন্য শেল্টার তৈরি রেখেছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service