জনতার কলম প্রতিনিধিঃ- আমাদের দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আবারও চার হাজারের কাছাকাছি পৌছে যাচ্ছে। তবে স্বস্তির বিষয় হল গতকালের তুলনায় সামান্য কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮০৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২২ জনের। এদিকে স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কলকাতা পুরসভার ৬৯ নম্বর ওয়ার্ড, রাজারহাট-নিউটাউন, লাভপুর, ব্যারাকপুর ও খড়গপুর পুর এলাকায় শেষ সপ্তাহে ১০ জনেরও বেশি আক্রান্ত হয়েছেন। খড়গপুর পুর এলাকার সংক্রমিতদের ৯৫ শতাংশই আইআইটি ক্যাম্পাসের বাসিন্দা। এপ্রিলের শেষ সপ্তাহে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৩৭। অর্থাৎ সংক্রমিতদের এক চতুর্থাংশই রাজ্যের এই ৫ জায়গার বাসিন্দা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ২৮টি জেলার মধ্যে যেখানে শেষ এক সপ্তাহে ৫ জনের বেশি সংক্রমিত হয়েছেন, সেই জায়গাগুলিকে চিহ্নিত করা হয়েছে।
দেশ
স্বস্তির নিঃশ্বাস কমলো দৈনিক মৃত্যুর সংখ্যা
- by janatar kalam
- 2022-05-07
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this