2024-12-20
Ramnagar, Agartala,Tripura
দেশ

আমরা সীমান্ত অতিক্রম করতে দ্বিধা করব না- রাজনাথ সিং

জনতার কলম প্রতিনিধিঃ- পাকিস্তান হোক কিংবা চিন, সীমান্ত সমস্যা নিয়ে জেরবার ভারত। যদিও কোনও ধরনের আক্রমণে পিছপা হবে না ভারত, এমনটাই জানিয়ে দিয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শনিবার একটি অনুষ্ঠান থেকে তিনি সাফ জানিয়ে দেন, সীমান্তের ওপার থেকে দেশকে লক্ষ্য করে কোনও সন্ত্রাসী কার্যকলাপ চললে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করবে না দেশ। তাছাড়া এদিনের অনুষ্ঠানে ১৯৭১ সালে আসাম ভিত্তিক যে লড়াই চলেছিল সেখানে ভারত-পাক যুদ্ধের দেশের যে নাগরিকরা অংশগ্রহণ করেছিলেন সেই সকল প্রবীণদের সংবর্ধনা জানান হয় ওই অনুষ্ঠানে। সেখানেই প্রতিরক্ষামন্ত্রী বলেন, সরকার দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে কাজ করছে। তিনি এও বলেন, “ভারত এই বার্তা দিতে সফল হয়েছে যে সন্ত্রাসবাদকে দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে। বাইরে থেকে ভারতকে লক্ষ্যবস্তু করা হলে আমরা সীমান্ত অতিক্রম করতে দ্বিধা করব না৷”

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service