2024-12-20
Ramnagar, Agartala,Tripura
দেশ

কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধীর সাথে সাক্ষাৎ করলেন প্রশান্ত কিশোর

জনতার কলম প্রতিনিধি:- ঘনিষ্ঠতা বাড়ছে কংগ্রেসের সাথে ভোটকৌশলী প্রশান্ত কিশোরের। গত চারদিনে ৩বার কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। জানা গিয়েছে ২০২৪-এর লোকসভা ভোটের রোডম্যাপ প্রস্তুত করতে কংগ্রেস নেতৃত্বকে একাধিক প্রস্তাব দিয়েছেন পিকে। একই সঙ্গে তাঁর কংগ্রেসে যোগদান নিয়েও জল্পনা চড়ছে। বলা বাহুল্য ১৬ এপ্রিল প্রথমবার ১০ জনপথে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন প্রশান্ত কিশোর । সেই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষ নেতা। তাঁদের সামনে লোকসভা ভোটের প্রস্তুতি সংক্রান্ত একটা রোডম্যাপ পেশ করেন ভোটকুশলী। এরপর ১৮ এপ্রিল ফের একবার কংগ্রেস সভানেত্রীর সঙ্গে দেখা করেন পিকে। যেখানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধীও । এছাড়া ছিলেন কেসি ভেনুগোপাল, মুকুল ওয়াসনিক, রণদীপ সুরজেওয়ালা, পি চিদাম্বরম, জয়রাম রমেশের মতো কংগ্রেস নেতারা। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ফের একবার কংগ্রেস নেতাদের সঙ্গে একপ্রস্ত বৈঠকে বসেন কিশোর। গোপন খবরের ভিত্তিতে জানা গিয়েছে, সময় নষ্ট না করে কংগ্রেস নেতৃত্বকে এখন থেকেই ২০২৪-এর লোকসভা ভোটের প্রস্তুতি শুরুর প্রস্তাব দিয়েছেন প্রশান্ত কিশোর। পাশাপাশি সঙ্গে দিয়েছেন আরও কয়েকটি টোটকা বলে জানা যায়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service