শুরু হয়েছে তৃতীয় পর্বের লকডাউন। লকডাউন ৩.০ তে একধিক ক্ষেত্রে ছাড় দেওয়া দেওয়া হয়েছে। জোন ভিত্তিক ছাড় মিলেছে। তবে রয়েছে একাধিক বাধানিষেধও। সন্ধ্যে ৭ টা থেকে সকাল ৭ টা অবধি বাইরে বেরোনোর ক্ষেত্রে কড়াকড়ি রেখেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকাতে বলা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া রেড, অরেঞ্জ, গ্রিন কোনও এলাকাতেই সন্ধে সাতটার পর বাড়ির বাইরে কেউ যাতে বেরোতে না পারে সে বিষয়ে কড়াকড়ি করা হয়েছে । শুক্রবার এই সংক্রান্ত নির্দেশিকা দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। করোনা ভাইরাসের মতো মারণ এই সংক্রমণকে রুখতে সমস্ত রাজ্যকে এই নির্দেশ মেনে চলার কথা বলা হয়েছে মন্ত্রকের তরফে। প্রয়োজনে ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারা অনুযায়ী কারফিউ জারি করার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রীয় নির্দেশিকায়।
Leave feedback about this