2024-12-19
agartala,tripura
দেশ

দেশে করোনার পরিসংখ্যানে দেখা মিললো স্বস্তির চিত্র

জনতার কলম প্রতিনিধি:- একদিকে যখন বিশ্বে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তা রয়েছে , সেই সময় ভারতের করোনা লড়াইয়ে কিছুটা দেখা মিললো স্বস্তির চিত্র। পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ২ বছর পর দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১ হাজারের নীচে নামল। বলা চলে কিছুটা হলেও স্বস্তির চিত্র দেখা মিলেছে দেশে বলে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী দেখা গিয়েছে যে , গত ২৪ ঘণ্টায় দেশে ৯১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৯৬। পাশাপাশি অনেকটাই কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৮১। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৩৫৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ২৯ হাজার ৪৪।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service