2024-12-17
agartala,tripura
দেশ

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়ানো হয়েছে মহার্ঘ্য ভাতা , রাজ্যে বাড়বে কবে ?

জনতার কলম প্রতিনিধি:- দেশ চালাতে যতটুকু সরকারের ভূমিকা রয়েছে ঠিক তেমনি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সরকারি দপ্তরগুলোর। দেশের কেন্দ্র সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রতি যে আস্থাশীল তা প্রমাণিত হয়েছে বারংবার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মহার্ঘ্য ভাতা পাচ্ছে ৩১ শতাংশ। এখন তা বেড়ে দাঁড়াবে ৩৪ শতাংশে। কেননা মন্ত্রিসভার প্রস্তাবে পড়েছে সিলমোহর। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়ানো হয়েছে ৩ শতাংশ মহার্ঘ্যভাতা। যা ১লা জানুয়ারি, ২০২২ থেকে কার্যকর হয়েছে, এবং ডিএ-র এই বৃদ্ধি ৭ম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে গৃহীত ফর্মুলা অনুসারে হয়েছে বলে জানা যায়। এদিকে আমাদের রাজ্য ত্রিপুরায় বিগত বাম সরকারের আমল থেকেই অনেকটা ব্যাকফুটে রাজ্য সরকারের কর্মচারীরা , মহার্ঘ্য ভাতা প্রদান করলেও অনেকটাই তফাৎ থেকে যায় রাজ্য ও কেন্দ্রের মধ্যে। সুতরাং নতুন কিছুর আশায় রাজ্যে নতুন সূর্যোদয় করানো হয়, পালা বদল হয় রাজ্য রাজনীতিতে। সেই পালা বদলের উপহারস্বরূপ বিপ্লব দেব নেতৃত্বাধীন রাজ্যের বিজেপি সরকার রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্যভাতা বিষয় নিয়ে অধিবেশনে প্রস্তাব উত্থাপন করেন এবং অতি শীঘ্রই তা কার্যকর হবে বলে আশ্বাস দিয়েছেন। এখন দেখার রাজ্যের বিজেপি সরকার রাজ্য সরকারি কর্মচারীদের কবে এই সুখের খবর দেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service