জনতার কলম প্রতিনিধি:- সীমানা সমস্যার জেরে বারবার অস্থির হয়েছে উত্তর-পূর্বের এই দুই রাজ্য। ৫০ বছরের দীর্ঘ সেই সমস্যার আপাতত সমাধান হল। সীমানা সমস্যা মেটাতে চুক্তি করল অসম ও মেঘালয়। উপস্থিত ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা যায় মঙ্গলবার নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে দুই রাজ্যের চুক্তি হয়। চুক্তিপত্রে সই করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং মেঘালয়ের মুখ্য়মন্ত্রী কনরাড সাংমা । উপস্থিত ছিলেন দুই রাজ্যের মুখ্যসচিব এবং অন্য আধিকারিকরা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকরাও। এর আগে একটি খসড়া চুক্তি দেওয়া হয়েছিল দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে। ৩১ জানুয়ারি সেটি দেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রকে। সেটি খতিয়ে দেখে সবুজ সঙ্কেত দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ১৯৭২ সাল থেকেই সমস্যা শুরু হয়েছিল। অসম থেকে কেটে তৈরি হয়েছিল মেঘালয় রাজ্য। নতুন রাজ্য তৈরির সময় সীমানা নিয়ে বেশ কিছু সমস্যা ছিল। যা এতদিন ধরে চলছিল। বছরখানেক আগেই সীমানা সমস্যা নিয়েই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল। দুই রাজ্যের বাসিন্দার প্রাণহানিও ঘটেছিল। সেই ঘটনায় প্রবল উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা উত্তর-পূর্ব ভারত। তারপর থেকেই দুই রাজ্যের মধ্যে সমস্যা মেটাতে উদ্য়োগী হয় কেন্দ্র। শুরু হয় কথা। দীর্ঘ আলোচনার পর অবশেষে শান্তির ইঙ্গিত।
দেশ
অসম মেঘালয় সীমান্ত সমস্যা আপাতত স্থগিত
- by janatar kalam
- 2022-03-29
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this