জনতার কলম প্রতিনিধিঃ- গতকাল নয়াদিল্লিতে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে সীমান্ত পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকের পর মন্ত্রী জানিয়েছেন, তাঁরা খোলামনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। সাংবাদিকদের বিদেশমন্ত্রী জানিয়েছেন, চিনের সঙ্গে আমাদের সম্পর্ক এখনও স্বাভাবিক নয়। কেননা ১৯৯৩-৯৬ সালে হওয়া চুক্তি লঙ্ঘন করে সীমান্তে বিশাল সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। যতদিন সীমান্তে বিশাল সেনাবাহিনী মোতায়েন থাকছে, ততদিন সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক হবে না। এখনও প্যাংগং সো হ্রদ সহ সীমান্তের কয়েকটি জায়গায় বিরোধ রয়েছে। আমরা সেই বিরোধ দূর করার বিষয়ে আলোচনা করেছি। ১৫ বার বৈঠক হয়েছে। এখন পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে যত দ্রুত পরিস্থিতির উন্নতি হওয়ার কথা, তার চেয়ে মন্থর গতিতে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে জানান। তাছাড়া এদিন বিদেশমন্ত্রী আরও জানিয়েছেন, ‘সীমান্ত অঞ্চলে উত্তেজনার প্রভাব সামগ্রিকভাবে ভারত-চিন সম্পর্কের উপর পড়ে। সেটা গত দু’বছর ধরে দেখা যাচ্ছে। স্থিতাবস্থা ও সহযোগিতামূলক দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হল সীমান্তে শান্তিপূর্ণ পরিস্থিতি। আমাদের বৈঠকে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়েছে।
দেশ
চীনের সঙ্গে এখনও সম্পর্ক স্বাভাবিক নয়- বিদেশমন্ত্রী এস জয়শংকর
- by janatar kalam
- 2022-03-26
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this