2024-12-20
Ramnagar, Agartala,Tripura
দেশ

রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে – শুভেন্দু অধিকারী

জনতার কলম প্রতিনিধি :- বীরভূমের রামপুরহাটে অগ্নিকান্ডে মৃত্যুর ঘটনার পর রাজ্য সরকারকে কড়া আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্য প্রশাসনকে। রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে বলে দাবি করেন বিধানসভার বিরোধী দলনেতা। বীরভূমের রামপুরহাটের ঘটনা নিয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। এদিনের বৈঠকে তিনি এই ঘটনায় কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করেন, তাঁর স্পষ্ট দাবি, ‘ রামপুরহাটে বিস্ফোরণ তদন্তে এনআইএ, বাড়িতে আগুন কাণ্ডে সিবিআই তদন্ত চাই’। সেই সঙ্গে তিনি রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করেন। ঘটনার শিকড় অবধি পৌঁছতে ও সঠিক তদন্তের জন্যে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেন তিনি। তাছাড়া তিনি আরো বলেন , দিল্লিতে দুপুরে অমিত শাহর সঙ্গে দেখা করবেন রাজ্যের বিজেপি সাংসদরা। বিরোধী দলনেতার দাবি, গত ১ সপ্তাহে মোট ২৬ টি খুন হয়েছে বাংলায়। যার মধ্যে বেশির ভাগই রাজনৈতিক কারণে। এছাড়াও তিনি জানান, বিজেপি বিধায়করা মিছিল করে বিধানসভা থেকে রাজভবন অবধি যাবেন। সেখানে গিয়ে ভিডিও কলের মারফত কথা বলবেন রাজ্যপালের সঙ্গে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service