2024-12-19
agartala,tripura
দেশ

ইউক্রেন ফেরত ছাত্রছাত্রীদের বাংলাতেই মিলবে পড়াশোনার সুযোগ – মমতা বন্দোপাধ্যায়

জনতার কলম প্রতিনিধি:- ইউক্রেন থেকে ফেরা ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । জানলেন তাঁদের অসুবিধের কথা। কী চাইছেন পড়ুয়ারা, জানতে চাইলেন। শুনলেন তাঁদের কথা। জানালেন রাজ্য তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা নেবে।
ইউক্রেন ফেরত পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। বাংলাতেই মিলবে পড়াশোনার সুযোগ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চতুর্থ ও পঞ্চম বর্ষের মেডিক্যাল পড়ুয়াদের ইন্টার্নশিপের অনুমতির জন্য চিঠি লেখা হবে মেডিক্যাল কাউন্সিলে। সরকারি মেডিক্যাল কলেজে মিলবে ইন্টার্নশিপের সুবিধা। স্টাইপেন্ডেরও ব্যবস্থা করা হবে। প্রথম বর্ষে এখানে কেউ ভর্তি হতে চাইলে বিশেষ ব্যবস্থা করা হতে পারে। দ্বিতীয় ও তৃতীয় বর্ষের জন্য মেডিক্যাল কমিশনের অনুমতি নিতে হবে। মেডিক্যাল কমিশন অনুমতি দিলে রাজ্য সরকারের জন্য ধার্য ফি-তেই বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির ব্যবস্থা হতে পারে। মেডিক্যাল কমিশন আপত্তি জানালে সবাইকে নিয়ে দিল্লিতে দেখা করতে যাবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইউক্রেন ফেরত ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদেরও বাংলায় পড়ার ব্যবস্থা হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্যও আবেদন করতে পারবেন ইউক্রেন ফেরতরা, জানালেন মুখ্যমন্ত্রী। এদিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়া তিনি জানান এরজন্য বর্তমানে যে আসনসংখ্যা আছে কলেজে তার ওপর কোনও প্রভাব পড়বে না। এটিকে যুদ্ধকালীন পরিস্থিতি হিসাবে বিবেচনা করা হবে। ন্যাশনাল মেডিক্যাল আপত্তি করলে সবাইকে নিয়ে দিল্লিতে দেখা করতে যাব।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service