জনতার কলম প্রতিনিধি:- এ বার উত্তরপ্রদেশে ইতিহাস রচনা করলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের রাজনৈতিক ইতিহাসে মুখ্যমন্ত্রী হিসেবে পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ করে এই প্রথম দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফিরলেন কেউ। পর পর দু’বার ভোটে জিতে ক্ষমতায় ফেরার নজির যদিও রয়েছে উত্তরপ্রদেশে। কিন্তু আগে কেউই পাঁচ বছর মুখ্যমন্ত্রী হিসেবে মেয়াদ সম্পূর্ণ করে দ্বিতীয় বার বিজয়ী হতে পারেননি। এ ছাড়াও ১৯৮৫ সালে নারায়ণ দত্তই শেষ বার পর পর দুই বিধানসভা নির্বাচনী জয়ী হয়েছিলেন। তার ৩৭ বছর বছর পর এই প্রথম কেউ পর পর দু’বার ক্ষমতায়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে মেয়াদ সম্পূর্ণ করতে পারা তৃতীয় নেতা যোগী। এ দিন উত্তরপ্রদেশে ২৬১ আসনে জয়লাভ করেছে বিজেপি। সমাজবাদী পার্টি জয়ী হয়েছে ১৩৭ আসনে। কংগ্রেস দু’টি এবং বহুজন সমাজ পার্টি ১টি আসনে জয়ী হয়েছে। উত্তরপ্রদেশে এ বার মোট ভোটের ৪৪.৬ শতাংশই পেয়েছে বিজেপি, ২০১৭-র তুলনায় যা ৫ শতাংশ বেশি। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি-র এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণই উত্তরপ্রদেশেই ৮০টি সংসদীয় নির্বাচনী কেন্দ্র রয়েছে। তাই বিজেপি-র এই জয় ’২৪-এ কেন্দ্রে গেরুয়া সরকার গড়ার রাস্তা সহজ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
দেশ
উত্তর প্রদেশের রাজনৈতিক ইতিহাসে নজির গড়লেন যোগী আদিত্যনাথ
- by janatar kalam
- 2022-03-10
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this