জনতার কলম ওয়েবডেস্ক :- সোমবার ফের উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী,ভারতীয়দের কীভাবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বের করে আনা যায়, পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে, সে সব নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ৪ জন কেন্দ্রীয় মন্ত্রীকে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে পাঠানো হবে যাতে তাঁরা ভারতীয়দের ফিরিয়ে আনার প্রক্রিয়া তদারকি করতে পারেন। এঁরা হলেন হরদীপ পুরী,জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কিরেন রিজিজু এবং ভি কে সিং। পোল্যান্ডের ওয়ারশ-তে ভারতীয় দূতাবাসের তরফে একটি নির্দেশিকা জারি করে বলে হয়েছে, যেসব ভারতীয়রা ইউক্রেন থেকে পোল্যান্ড হয়ে দেশে ফিরতে চান, তাঁদের জন্য ১০ টি বাসের ব্যবস্থা করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে এই ব্যবস্থা করা হচ্ছে। বাসগুলি ইউক্রেন সীমান্তে শেহয়নিতে অপেক্ষা করবে। এই বাস ঢুকবে পোল্যান্ডে।
ইতিমধ্যেই ৬ টি বিমান দেশে ফিরেছে ভারতীয়দের নিয়ে। এখনও হাজার হাজার ভারতীয় আটকে সেখানে। রাশিয়া ও ইউক্রেন নিয়ে এখনও ভারসাম্য বজায় রেখে চলেছে মোদি সরকার। তবে আগামীদিনে দুই দেশকে নিয়ে কূটনৈতিক রূপরেখা কী হবে, তার জন্য রবিবার রাতে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বিদেশসচিব হর্ষবর্ধন শ্রীংলা। তবে যুদ্ধ যতক্ষণ না থামছে নিশ্চিন্তে থাকতে পারছে না ভারতও। কারণ এখনও সেদেশে আটকে রয়েছেন এদেশের হাজার হাজার ডাক্তারি পড়ুয়া। ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাতে যাতে সুবিধা হয়, তার জন্য তাঁদের বিনা ভিসায় প্রবেশের অনুমতি দিয়েছে পোল্যান্ড। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দেশবাসীকে ফিরিয়ে আনার কর্মসূচিকে, ‘অপারেশন গঙ্গা’ নাম দিয়েছে ভারত সরকার।
দেশ
৪ জন কেন্দ্রীয় মন্ত্রীকে পাঠাচ্ছেন মোদী, ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে.. বিস্তারিত পড়ুন
- by janatar kalam
- 2022-02-28
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this