জনতার কলম প্রতিনিধিঃ- দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের মধ্যেই শুক্রবার মণিপুরে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ওই রাজ্যে ভোটের প্রচারে আসেন তিনি। এরই মধ্যে তিনি মহিলা শিল্পীদের সঙ্গে মণিপুরের ঐতিহ্য়বাহী নৃত্যের তালে পা মেলালেন। সেদিন সেখানে দলের হয়ে বিধানসভা ভোটের প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, গত পাঁচ বছরে মণিপুরে বড়সড় পরিবর্তন দেখা গিয়েছে, মণিপুরে গত পাঁচ বছরে অস্থিরতা থেকে স্থিরতা ও স্থিতিবস্থা থেকে উন্নতির পথে অগ্রসরতা দেখা গিয়েছে। তাছাড়া ভোটের প্রচারে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীকেও জোরাল ভাষায় আক্রমণ করেছেন স্মৃতি ইরানি। তিনি বলেছেন, গাঁধী পরিবার মণিপুরকে এটিএমের মতো ব্যবহার করেছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনকালে চালু করা হয়েছে কিষাণ সম্মাননিধি যোজনা। এই প্রকল্পের শুরু থেকেই ১১ কোটি কৃষককে প্রতি বছরে ৬ হাজার টাকা করে দেওয়া হয়। তার পাশাপাশি তিনি এদিন আরও বলেন, মণিপুরে বিজেপি সরকার ফের ক্ষমতায় এলে কৃষকদের অতিরিক্ত ২ হাজার টাকা করে দেওয়া হবে। উল্লেখ্য এবার মণিপুর বিধানসভা নির্বাচন দুটি দফার হবে। প্রথম দফায় ভোট গ্রহণ হবে ২৮ ফেব্রুয়ারি। দ্বিতীয় দফার ভোট হবে ৫ মার্চ। এর আগে মণিপুরে ভোটের দিনক্ষণ বদল করেছিল নির্বাচন কমিশন। সূত্রের খবর অনুযায়ী বিশেষ কিছু সংগঠন ভোটের দিন পরিবর্তন করার আর্জি জানিয়েছিল। সেই আর্জি মতো ভোটের দিন বদল করা হয়েছে। এর আগে মণিপুরে প্রথম দফার ভোট হওয়ার কথা ছিল ২৭ ফেব্রুয়ারি। ওই দিন ছিল রবিবার। উল্লেখ্য, মণিপুরে বিধানসভার মোট আসন ৬০।উল্লেখ্য, মণিপুর ছাড়াও উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড ও গোয়া বিধানসভার ভোটও হচ্ছে। পাঁচ রাজ্যেরই ভোটের ফল ঘোষণা ১০ মার্চ।
দেশ
মনিপুর নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি
- by janatar kalam
- 2022-02-19
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this