2024-11-07
agartala,tripura
দেশ

মনিপুর নির্বাচনী প্রচারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার মনিপুরের কুম্বি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রী প্রেমচন্দ্র সিং-জির সমর্থনে নির্বাচনী প্রচারে যান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, এদিন উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যানী রায় এবং কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্মৃতি ইরানি। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন কংগ্রেস সরকার এই মনিপুরকে ব্লকেডের রাজ্য হিসাবে সারা দেশে বদনাম করে রেখেছিল। এই ব্লকেডের ফলে মনিপুর সরকারের ২ হাজার কোটি টাকার ক্ষতি হতো। কিন্তু এখন ঐ ব্লকেড ও ইনসার্জেন্সী নেই। এটাই মনিপুরের বিজেপি সরকারের সবচেয়ে বড় উপলব্ধী। কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীর মতে উত্তর-পূর্বাঞ্চলের কোনও অস্তিত্বই নেই। তাদের শাসনের সময় মনিপুরে মাত্র ৬% ঘরে পানীয় জলের ব্যবস্থা ছিল আর এখন বিজেপি শাসনে মনিপুরের ৬০% ঘরে পানীয় জল পৌঁছে গিয়েছে। ৮৫% জনতার ডিজিটাল রেশন কার্ড হয়ে গেছে। তাছাড়া এদিন তিনি আরও বলেন এক সময় ইন্সারজেন্সি আর ব্লকেডের জন্য মনিপুরকে পুরো ভারত চিনত। আজ এই রাজ্যকে শান্তির জন্য সবাই চিনে । পাঁচ বছরে শ্রী বীরেন সিং সরকারে সময়কালে প্রভূত উন্নতির উপলব্ধি পাচ্ছে মনিপুরের মানুষ। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলব একসময় ব্লকেডের জন্য যে ২ হাজার কোটি টাকা খরচ হত সেই টাকা এখন ডেভলপমেন্টের জন্য খরচ করতে । এদিনের নির্বাচনী সমাবেশে দলীশ কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service