জনতার কলম প্রতিনিধিঃ- চলে গেলেন ভারতীয় সঙ্গীত জগতের সরস্বতী এবং কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বলা বাহুল্য মাত্র ৫ বছর বয়সে বাবার কাছেই গানের তালিম শুরু হয় ছোট্ট লতার। ১৯৪১ সালের ১৬ ডিসেম্বর গায়িকা হিসেবে পথ চলা শুরু হয় লতা মঙ্গেশকরের। ৩৬টিরও বেশি ভাষায় ৩০ হাজারের বেশি গান গেয়েছেন লতা মঙ্গেশকর। রেখে গেলেন তাঁর অনবদ্য সৃষ্টি এবং লক্ষ লক্ষ অনুরাগীকে। একের পর এক সাফল্যের সোপান তিনি পেরিয়ে গিয়েছেন অবলীলায়। হয়ে উঠেছেন ভারতের নাইটিঙ্গল। প্রজন্মের পর প্রজন্ম বড় হয়েছে তাঁর গান শুনে। আজ সেই লতা অফুরন্ত স্মৃতি রেখে চলে গেলেন পরলোকে। আজ উনি নেই কিন্তু প্রত্যেক ভারতীয়দের মনে তিনি জিবিত থাকবেন ওনার গাওয়া গান ও সুরের মাধ্যমে। জানা গিয়েছে গত ৮ই জানুয়ারী করোনায় আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে।২৭ দিন ধরে তিনি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসায় সাড়া দিয়ে ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল তাঁর। বের করা হয়েছিল ভেন্টিলেশন থেকেও। তবে ফের তাঁর ফের স্বাস্থ্যের পরিস্থিতি সঙ্কটাপন্ন হওয়ায় নিয়ে যাওয়া হয়েছিল আইসিইউ-তে। গতকাল রাত থেকেই শারিরীক অবস্থার অবনতি হয়েছিল তাঁর। এই খবর পাওয়ার পরই দিদিকে দেখতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছুটে যান বোন আশা ভোঁসলে। আশা ভোঁসলে ছাড়াও, চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকর, সুপ্রিয়া সুলে এবং রশ্মি ঠাকরেকেও লতা মঙ্গেশকরকে দেখতে হাসপাতালে যান। এর আগে, এমএনএস প্রধান রাজ ঠাকরেও হাসপাতালে লতা মঙ্গেশকরকে দেখতে ছুটে গিয়েছিলেন বলে জানা গেছে। সঙ্গীত জগতের নক্ষত্র সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকের ছায়া সুরের জগতে।
দেশ
চলে গেলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর
- by janatar kalam
- 2022-02-06
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this