জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- দেশে দিন দিন বাড়ছে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে সামনে এল ভাল খবর। জানা গিয়েছে ভারতের Gennova Biopharmaceuticals নামে ওষুধ প্রস্তুতকারী সংস্থা ওমিক্রন-মোকাবিলাকারী ভ্যাকসিন নিয়ে কাজ করছে বলে। যা আগামী দুই-এক মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যাক্তি জানিয়েছে, ভারতে এই প্রোডাক্টের যাত্রা শুরুর আগে ছোটখাট একটা ট্রায়ালের প্রয়োজন পড়তে পারে। বুস্টার না এমনি হিসেবে দেওয়া হবে তা খতিয়ে দেখার জন্য। Emcure Pharmaceuticals যারা গোটা বিশ্বে ৭০টি দেশে ব্যাবসা করে, তাদেরই একটি ইউনিট Gennova। এই সংস্থার এক প্রতিনিধি এনিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। এদিকে দিনকয়েক আগেই Pfizer Inc জানিয়েছিল, ওমিক্রনের মোকাবিলা করতে পারবে, সেদিকে লক্ষ্য রেখে একটি ভ্যাকসিন মার্চ নাগাদ লঞ্চের জন্য প্রস্তুত হয়ে যাবে।প্রসঙ্গত, করোনা-আবহে উদ্বেগ বাড়িয়ে দৈনিক মৃত্যুর হার বাড়ল প্রায় ২০ শতাংশ। যদিও ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ কমল প্রায় ১৩ হাজার। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২ লক্ষ ৫৮ হাজার ৮৯ জন। গতকালের তুলনায় কমল ওমিক্রন সংক্রমণও। গতকালের ২৭ শতাংশ থেকে কমে ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৮৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩১৪।দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭৩ লক্ষ ৮০ হাজার ২৫৩ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৬ হাজার ৪৫১ জনের মৃত্যু হয়েছে। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হল ১৯ দশমিক ৬৫ শতাংশ। সোমবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২০৯। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪৬৬ জন।
দেশ
মার্চে আসছে ওমিক্রন ভ্যাকসিন
- by janatar kalam
- 2022-01-17
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this