জনতার কলম নিজস্ব প্রতিনিধি :- চিফ অফ ডিফেন্স স্টাফ জ্যানারেল বিপীন রাওয়াত সহ ১৪ জনের মৃত্যুর ঘটনার রহস্য উন্মোচিত হল অবশেষে। ভারতীয় সেনাবাহিনীর তদন্ত কমিটি এই দুর্ঘটনার রিপোর্ট জমা দেবার পরই খোলাসা হয় কপ্টার দুর্ঘটনার আসল রহস্য। তদন্ত কমিটির দাবী, গত ৮ ডিসেম্বর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ যে ১৪ জনের মৃত্যু হয়েছিল তা কোনো যান্ত্রিক ত্রুটি কিংবা নাশকতার ঘটনা নয়। তদন্ত রিপোর্টে জানানো হয়েছে, আবহাওয়া খারাপ থাকার জন্যই এই কপ্টার দুর্ঘটনা ঘটে। এখানে উল্লেখ্য গত ৮ ডিসেম্বর কুন্নুরে সি ডি এস বিপিন রাওয়াত স্বস্ত্রীক এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। আনুষ্ঠানিক স্থল থেকে কিছুটা দূরে পাহাড়ি জঙ্গলে উনার কপ্টার ভেঙে পড়ে। তাতে থাকা বিপিন রাওয়াত সহ ১৪ জনের মৃত্যু হয়। এই দুর্ঘটনা সেখানে থাকা একদল পর্যটকের মোবাইল বন্দী হয়ে পড়ে। এরপরই ভারতীয় সেনাবাহিনীর এক তদন্ত কমিটি গঠিত হয় কপ্টার ঘটনার তদন্তের জন্য। উদ্ধার করা হয় কপ্টারের ডেটা রেকর্ড, ককপিটের ভয়েস রেকর্ডার। দীর্ঘ এক মাস অনুশীলনের পর বেরিয়ে আসে আসল রহস্য। কপ্টারের ডেটা রেকর্ড,ককপিটের ভয়েস রেকর্ডার, প্রত্যক্ষদর্শী দের বয়ানের সূত্র ধরেই উঠে এসেছে এই তথ্য।
দেশ
দীর্ঘ এক মাস অনুশীলনের পর বেরিয়ে আসে আসল রহস্য
- by janatar kalam
- 2022-01-14
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this