জনতার কলম প্রতিনিধিঃ- দুই দফায় হতে চলেছে সংসদের আসন্ন বাজেট অধিবেশন। প্রথম পর্বের অধিবেশন শুরু হবে ৩১ জানুয়ারি, তা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্ব চলবে ১৪ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রিসভা কমিটি এমনই সুপারিশ করেছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, বর্তমানে করোনার তৃতীয় ঢেউয়ের দাপট চলছে দেশজুড়ে। এই পরিস্থিতিতে সংসদের অধিবেশন পরিচালনা যথেষ্ট চ্যালেঞ্জিং বলে মনে করা হচ্ছে। এই অধিবেশনেই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রেল বাজেটও পেশ করবেন তিনি। জানা গেছে, ১লা ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করবেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রী ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে বৈঠক শুরু করেছেন। বাজেট অধিবেশন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আগামীকাল হতে পারে বলে খবর। ইতিমধ্যে লোকসভার অধ্যক্ষ ওমপ্রকাশ বিড়লা করোনা পরিস্থিতির কারণে সংসদ ভবন চত্বরে স্বাস্থ্যবিধি সংক্রান্ত পদক্ষেপ খতিয়ে দেখেছেন। গত রবিবার ওম বিড়লা ও রাজ্যসভার চেয়ারপার্সন তথা উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু আধিকারিকদের সংসদের আসন্ন বাজেট অধিবেশন সুরক্ষিতভাবে করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেস দিয়েছিলেন বলে জানা যায়।
Leave feedback about this