2024-12-19
agartala,tripura
দেশ

নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসির সাজা নিয়ে আবারো জটিলতা

নির্ভয়াকাণ্ডে ফাঁসির সাজাপ্রাপ্ত অক্ষয় ঠাকুর, পবন গুপ্তা, মুকেশ সিং ও বিনয় শর্মার আবেদন খারিজ করে দিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আগামিকালই ওই ৪ জনের ফাঁসির দিন ঠিক হয়েছে। সেই ফাঁসির সাজাকে চ্যালেঞ্জ করে। তাদের দাবি, ফাঁসি কার্যকর করার আদেশে স্থগিতাদেশ দেওয়া হোক। কারণ নির্ভায়াকাণ্ডে রায় সংশোধনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল আসামী পবন গুপ্তা। সোমবার সুপ্রিম কোর্টে সেই আবেদন খারিজ হয়েছে। এরপরই তড়িঘড়ি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করে সে। তবে আজই যদি রাষ্ট্রপতি সেই আবেদন খারিজ করে দেন তাহলেও ৩ মার্চ ফাঁসি হচ্ছে না। কারণ নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করে দেওয়ার ১৪ দিন পরই ফাঁসি কার্যকর হতে পারে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service