2024-12-16
agartala,tripura
দেশ রাজ্য

দেশ ২০৪৭ সালে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধশালী দেশে পরিণত হবে : প্রতিমা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাড়া দেশের সাথে রাজ্যেও সোমবার অনুষ্ঠিত হয় রোজগার মেলা। এদিন আগরতলার শালবাগান স্থিত বিএসএফ ক্যাম্পে রোজগার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে ২০৪৭ এ আমরা যখন দেশের স্বাধীনতার ১০০ বছর পালন করব ঐ সময় আমাদের দেশ দেখতে কেমন হবে, কেমন দিব্য হবে, কতটুকু ব্যাপক হবে, এই দিকগুলি চিন্তা করে সংকল্প নিয়ে প্রধানমন্ত্রী এগিয়ে চলছেন। এই সংকল্পকে বাস্তবায়িত করতে হবে এই নতুন চাকরি প্রাপকদের। কেননা আজাদি কি অমৃত মহোৎসবের এই সময় তাদের চাকরি মিলেছে। সামনের ২৫ বছর দেশকে সেবা প্রদান করতে হবে তাদেরকে। তাদের কাঁধের উপর ভরসা করে এই দেশ ২০৪৭ সালে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। এই সময় তাদের যোগদান সবচেয়ে মুখ্য হবে বলেও এদিন বলেন তিনি। এদিন তিনি বলেন এখন আমাদের সামনে স্বপ্নও বড়। স্বপ্ন বাস্তবায়িত করার জন্য এখন আমাদের সামনে প্রধানমন্ত্রী রয়েছেন। আমাদের এমন একজন প্রধানমন্ত্রী রয়েছেন জিনি সবার জন্য চিন্তা করেন। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কথায় উঠে আসে স্টার্ট আপের কথা। বলেন ২০১৬ তে তা শুরু করা হয়েছিল। ঐ সময় সাড়া দেশে তা খুবই অল্প ছিল। এখন দেশে ১ লক্ষের উপর স্টার্ট আপ তৈরি হয়ে গেছে। এদিন মন্ত্রী জানান রাজ্যে এদিন ৪৪৭ জনকে চাকরির অফার তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে ৬২ জন যুবতী রয়েছেন যারা এদিন তাদের চাকরির অফার হাতে পেয়েছেন।এই রোজগার মেলার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতি মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিএসএফের আই জি M P Gupta সহ অন্যান্য আধিকারিকরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service