জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশ এবং সমাজের সার্বিক বিকাশে মহিলাদের অগ্রণী ভূমিকা রয়েছে। সোমবার ভারতীয় রিজার্ভ ব্যাংকের আগরতলা শাখা আয়োজিত আর্থিক স্বাক্ষরতা সমৃদ্ধ নারী শীর্ষক এক অনুষ্ঠানে এই কথা বলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।
অন্যান্য বছরের মত এবারও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আর্থিক স্বাক্ষরতা সপ্তাহ পালনের উদ্যোগ গ্রহণ করেছে। এই উপলক্ষে ২৪ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে আরবিআই। এরই অঙ্গ হিসেবে সোমবার আর্থিক সাক্ষরতা সমৃদ্ধ নারী শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আগরতলা শাখা।
এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। এই উপলক্ষে একটি পোস্টারের উদ্বোধন করেন রাজ্যপাল। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেন ,অর্থনৈতিক বিষয়ে মহিলাদের সাধারণ ধারণা ও সচেতনতা থাকা প্রয়োজন। আর বি আই কর্তৃপক্ষের এই ধরনের অনুষ্ঠান মহিলাদের জন্য সহায়ক হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
রাজ্যপাল জানান ,সরকারের বিভিন্ন পরিকল্পনা এবং ব্যাংকগুলির সহায়তায় মহিলারা বর্তমানে আর্থিক সমৃদ্ধির দিকে এগিয়ে চলছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ক্ষেত্রে কিছু কর্মসূচি হাতে নিয়েছে। যদিও এই কর্মসূচি গুলি সরাসরি সুবিধাভোগীদের সাহায্য করবে না ,তবে মহিলাদের আর্থিকভাবে স্বয়ম্বর হতে পথ দেখাবে ।রাজ্যপাল আরো জানান ,দেশ এবং সমাজের সার্বিক বিকাশে মহিলাদের অগ্রণী ভূমিকা রয়েছে।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং। নাবার্ডের জেনারেল ম্যানেজার সুরেন্দ্র নিভার সহ অন্যান্যরা।
Leave feedback about this