জনতার কলম ওয়েবডেস্ক :- আমাদের দেশের উৎপাদনকে গুরুত্ব দেওয়ার কথা উঠলেও কোনদিনও সেই গুরুত্ব দেওয়া হয়নি, তাছাড়া স্বাধীনতার পর ৪০ থেকে ৪৫ বছর এই উৎপাদন উঠানামা করেছে। ঠিক তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মেক ইন ইন্ডিয়া লাগু করে দেশের উৎপাদন ক্ষমতাকে নতুন দিশা দেখানোর চেষ্টা করে, বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এ প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ” দেশ এখন অর্থনৈতিক দিক দিয়ে অনেক উন্নতি করেছে যার পেছনে রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নমূলক চিন্তাধারা । যেটা হলো প্রধানমন্ত্রী মোদী যখন ‘মেক ইন ইন্ডিয়া’ চালু করেছিলেন তখন এটি ছিল একটি অত্যন্ত সাহসী পদক্ষেপ। বিরোধীরা ক্রমাগত এর সমালোচনা করেছিল। আপনি যদি সেই সময়ে কংগ্রেস দলের ইশতেহারের দিকে তাকান, তারাও ‘মেক ইন’-এর কথা বলেছিল’। কিন্তু যখন প্রধানমন্ত্রী মোদী এটি করেছিলেন, কংগ্রেস এটির সমালোচনা করেছিল। তাছাড়া আমরা শীঘ্রই $ 1 ট্রিলিয়ন রপ্তানির জন্য প্রস্তুত হব এবং এর পিছনে ভিত্তি হল উৎপাদন বলেও জানান তিনি।
দেশ
রাজনৈতিক
দেশ এখন অর্থনৈতিক দিক দিয়ে অনেক উন্নতি করেছে : অশ্বিনী
- by janatar kalam
- 2023-12-07
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this