2024-12-19
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আত্ম বলিদান দিয়েছেন রাজীব গান্ধী : আশীষ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০ই আগষ্ট, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৯তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে সৎভাবনা দিবস পালন করা হয় প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে। তারই অঙ্গ হিসেবে আগরতলা সার্কিট হাউজ সংলগ্ন এলাকা থেকে এক রেলির মাধ্যমে পদযাত্রা করা হয়।পরে কংগ্রেস ভবনে এসে পতাকা উত্তোলন করে রাজীব গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখল সহ কংগ্রেস দলের অন্যান্য কর্মীরা। এদিন সংবাদমাধ্যমকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান রাজীব গান্ধী ছিলেন শান্তির প্রতীক, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে ও প্রতিবেশী রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য যেভাবে কংগ্রেস দলের হাল ধরে আত্মত্যাগ করেছিলেন তেমনিভাবে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আত্ম বলিদান দিয়েছেন। এদিনের কর্মসূচি কে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service