2024-12-19
agartala,tripura
রাজ্য

দেশের স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে ৭৭ তম স্বাধীনতা দিবস পালন করা হয়। এদিন দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা। এদিন সংবাদমাধ্যমের সামনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা সর্ব প্রথমে দেশের স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তারপর বক্তব্য রাখতে গিয়ে বর্তমান শাসক দলকে এক হাত নিয়ে তিনি বলেন যেখানে দেশের অখন্ডতা, সৌহার্দ্যতা, ভ্রাতৃত্ববোধ বজায় রাখা দরকার শান্তিপূর্ণভাবে বসবাস করার লক্ষ্যে, সেখানে শাসক দল সাম্প্রদায়িক দাঙ্গা, জাতিবিদ্বেষ ঘটিয়ে চলছে যার ফলে আমাদের দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ১ অজানা আতঙ্কের মধ্যে বসবাস করছেন। এদিন প্রদেশ কংগ্রেস প্রাঙ্গণে অনুষ্ঠান শেষে রাজধানীর গান্ধীঘাট স্থিত স্বাধীনতা সংগ্রামী বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয় প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে। পরবর্তী সময়ে ঐদিন জওহরলাল বাল মঞ্চের পক্ষ থেকে এক বসে আক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিস্ট কংগ্রেস নেতা তথা ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী সমীর রঞ্জন বর্মন মহাশয়, প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী আশীষ কুমার সাহা, বরিস্ট কংগ্রেস নেতা তথা বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় , প্রাক্তন বিধায়ক দিবা চন্দ্র রাংখল , বিধান সভার প্রাক্তন অধ্যক্ষ শ্রী জ্যোতির্ময় নাথ , প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী শ্রীমতি সর্বানি ঘোষ ,যুব কংগ্রেস সভাপতি শ্রী রাখু দাস , NSUI , সেবাদলের নেতৃত্ব সহ অন্যান্য প্রদেশ নেতৃত্ব গণ।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service