জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যথাযথ মর্যাদায় রাজ্যেও মঙ্গলবার ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপিত হয় ।এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলার আসাম রাইফেলস ময়দানে । এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। পরে তিনি ১১ টি সিকিউরিটি ক্যাটাগরি এবং পাঁচটি নন সিকিউরিটি ক্যাটাগরি মিলিয়ে মোট ১৬ প্লেটনের অভিবাদন গ্রহণ করেন ।এদিন কর্তব্যে বিশেষ অবদানের জন্য রাজ্য পুলিশের একাধিক আধিকারিক মুখ্যমন্ত্রীর হাত থেকে রাষ্ট্রপতির পদক গ্রহণ করেন ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা ,রাজ্য পুলিশের ডিজি সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকগণ। পরে রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন আজকের এই মহান সমারোহে আমাদের সশস্ত্র বাহিনীর বীর জওয়ান তথা রাজ্য এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সকল সদস্য যারা আমাদের স্থল, বায়ু ও সমুদ্র সীমানায় দেশের নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানান । তারপর তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বিকাশের পাশাপাশি দেশাত্মবোধক ভাবনায়, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছেন, রাজ্য সরকার দেশের স্বাধীনতা সংগ্রামী বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে ‘৭৫ সীমান্ত গ্রাম, ক্রান্তি বীরও কে নাম’ এই শিরোনামে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করেছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে, আমাদের সমৃদ্ধ ঐতিহ্য এবং স্বাধীনতার বীর যোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদান করা। ‘আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে রাজ্যে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়েছে এবং ‘মেরি মাটি মেরা দেশ” কর্মসূচি রাজ্যে ৯ থেকে ৩০ আগষ্ট পর্যন্ত সংগঠিত হবে। আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে পঞ্চায়েত থেকে রাজ্যস্তর পর্যন্ত । বীরদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য রাজ্যের ৫৮টি ব্লক ও আগরতলা পুর নিগম থেকে সংগৃহিত মাটিসহ অমৃত কলসদিল্লির কতর্ব্য পথে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে । এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের প্রত্যেক গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কমিটি, নগর পঞ্চায়েত, পুর পরিষদ ও আগরতলা পুর নিগম এলাকায় একটি করে অমৃত ভাটিকা গড়ে তোলা হবে। এই অভিযানের মুখ্য বিষয়বস্তু হলো ‘মাটি’ এবং ‘স্বাধীনতা সংগ্রামীদের প্রতি সম্মাননা জ্ঞাপন’। তাছাড়া এদিন রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন আপনারা সকলেই অবগত রয়েছেন ২০২৩ সালে শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার দ্বিতীয়বারের মতো রাজ্যে ক্ষমতাসীন হয়েছে। বিপুল সংখ্যক মানুষের অংশ গ্রহণের মধ্য দিয়ে রাজ্য বিধানসভার শান্তিপূর্ণ নির্বাচন রাজ্যের গণতান্ত্রিক চেতনারই প্রতিফলন। রাজ্যের জনগণ এই সরকারের প্রতি তাদের আস্থা ব্যক্ত করেছেন, তাই জনগণের আশা আকাঙ্খাকে বাস্তবায়িত করতে রাজ্য সরকার দায়বদ্ধতার সাথে সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে জানান। তার পাশাপাশি গত ৫ বছরে রাজ্যে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর ‘সবকা সাথ, সবকা বিকাশ’ এই মন্ত্রকে পাথেয় করে রাজ্য সরকার সামগ্রিকভাবে সকল অংশের মানুষের উন্নয়নে বহুমুখী কর্মধারা অব্যাহত রেখেছে এবং ইতিমধ্যেই ২০২৩-২৪ অর্থবছরের জনকল্যাণমুখী এই বাজেটে ১৩টি নতুন প্রকল্প চালুর ঘোষণা করা হয়েছে। জনজাতি, সংখ্যালঘু, তপশিলী জাতিগোষ্ঠীসহ সকল অংশের মানুষের উন্নয়নের রূপরেখার একটি সঠিক পথ নির্দেশিকা এই বাজেটে রয়েছে বলে জানান তিনি। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
Leave feedback about this