2025-10-08
Ramnagar, Agartala,Tripura
দেশ

দেশের প্রথম কমার্শিয়াল ইলেকট্রিক ট্রাক ব্যাটারি সুইচিং ও চার্জিং স্টেশন উদ্বোধন করলেন নিতিন গরকরি

জনতার কলম ওয়েবডেস্ক:- সোনিপাতের পাঞ্চি গুজরান গ্রামে জিটি রোড সংলগ্ন দিল্লি ইন্টারন্যাশনাল কার্গো টার্মিনাল প্রাইভেট লিমিটেডে (DICT) আজ দেশের প্রথম কমার্শিয়াল ইলেকট্রিক ট্রাক ব্যাটারি সুইচিং ও চার্জিং স্টেশন উদ্বোধন করলেন কেন্দ্রীয় সড়ক, পরিবহন ও হাইওয়েজমন্ত্রী নিতিন গরকরি।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ভারত শীঘ্রই বিমান জ্বালানি উৎপাদনে শীর্ষে পৌঁছাবে। কৃষকদের তামাক বা ফসল পুড়িয়ে না ফেলে দাগ-অবশিষ্ট (stubble) ব্যবহার করে জ্বালানি উৎপাদনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “কৃষকরা এখন জ্বালানির সরবরাহকারী হবেন। দেশব্যাপী ৫০ লাখ টন দাগ ব্যবহার করে বায়ো-বিটুমেন তৈরি করা হচ্ছে। মহারাষ্ট্রের নাগপুর ও জবালপুরে রাস্তা তৈরিতেও দাগ ব্যবহার করা হচ্ছে।”

এছাড়া গরকরি বলেন, ভুট্টা থেকে ইথানল উৎপাদন বাড়ানোর ফলে ভুট্টার বাজার সম্প্রসারিত হয়েছে। কৃষি যন্ত্রপাতিতেও এবার ফ্লেক্সি-ইঞ্জিন ব্যবহার হবে, যা দাগ পোড়ার কারণে পরিবেশ দূষণ কমাতে সহায়ক হবে।

তিনি দেশের অর্থনীতি এবং লগিস্টিক খরচ সম্পর্কেও বলেন, “ভারতের লগিস্টিক খরচ চীনের দ্বিগুণ। বায়োফুয়েল ও অন্যান্য জ্বালানিতে বিনিয়োগের মাধ্যমে কৃষকদের সুবিধা দেওয়া সম্ভব। দিল্লিতে কোটি কোটি টাকার প্রকল্প সম্পন্ন হয়েছে। নতুন হাইওয়ে নির্মাণে ৮০ লাখ টন বর্জ্য ব্যবহার করা হচ্ছে। ফলে লগিস্টিক খরচ ৬% কমেছে।”

ইভি যানবাহনের গুরুত্বে তিনি বলেন, “ইলেকট্রিক যানবাহন দূষণ ছাড়াই চলবে। ব্যাটারির দাম ৫০–৬০% কমেছে। ডীজেলমুক্ত ভারতের দিন বেশি দূরে নেই।”অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী এইচডি কুমারস্বামী দেৱ গৌডা।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service