জনতার কলম ওয়েবডেস্ক :- আজ নয়া দিল্লিতে SIDM বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, দেশের প্রতিরক্ষা উৎপাদনে এখন বেসরকারি খাতের অংশগ্রহণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, ভারতের প্রতিরক্ষা রপ্তানি বর্তমানে রেকর্ড ২৩,৫০০ কোটি টাকায় পৌঁছেছে।
মন্ত্রী আরও জানান, গত এক দশকে দেশের মোট দেশীয় প্রতিরক্ষা উৎপাদন ১.৫ লক্ষ কোটি টাকারও বেশি হয়েছে, যার মধ্যে ৩৩,০০০ কোটি টাকারও বেশি অবদান এসেছে বেসরকারি খাত থেকে।
রাজনাথ সিং ‘অপারেশন সিন্ধুর’ সাফল্যের প্রশংসা করে বলেন, ভারতীয় প্রতিরক্ষা শিল্পের উদ্ভাবন, নকশা ও উৎপাদনে জড়িত প্রতিটি ব্যক্তিই এই কৃতিত্বের অংশীদার। তিনি উল্লেখ করেন, ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ‘ব্রহ্মোস’, ‘আকাশতীর এয়ার ডিফেন্স কন্ট্রোল সিস্টেম’ এবং আরও বহু দেশীয় অস্ত্র ও প্রযুক্তি অপারেশন সিন্ধুর সময় তাদের সক্ষমতা সফলভাবে প্রদর্শন করেছে।
মন্ত্রী বলেন, এই সাফল্য শুধু ভারতের আঞ্চলিক প্রতিরক্ষা খ্যাতিই বাড়ায়নি, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
রাজনাথ সিং আরও জানান, সরকার দেশীয় বিক্রেতাদের উৎসাহিত করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, প্রতিরক্ষা খাতে ব্যবহৃত সব প্ল্যাটফর্ম, সিস্টেম ও উপ-সিস্টেম ধীরে ধীরে দেশীয়ভাবে তৈরি করা হবে। যেসব জিনিস এখনও দেশীয়ভাবে তৈরি করা সম্ভব নয়, সেগুলির ক্ষেত্রে অন্তত ৫০ শতাংশ দেশীয় উপাদান ব্যবহারের বাধ্যবাধকতা থাকবে।
প্রতিরক্ষামন্ত্রী SIDM-এর ভূমিকাও বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, SIDM সেনা, নৌবাহিনী ও বিমানবাহিনীর সঙ্গে কৌশলগত সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মাধ্যমে প্রতিরক্ষা শিল্প ও সশস্ত্র বাহিনীর মধ্যে গুরুত্বপূর্ণ সহযোগিতার সেতুবন্ধন গড়ে তুলেছে।
রাজনাথ সিং আরও বলেন, SIDM Defence Procurement Manual 2025 এবং Defence Production and Export Promotion Policy-এর মতো একাধিক গুরুত্বপূর্ণ সংস্কারের খসড়া তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।





Leave feedback about this