জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতীয় নাগরিকদের পর এবার বাংলাদেশী নাগরিকদের চিকিৎসা পরিষেবা বন্ধের অনুরোধ জানালেন রাজ্যের প্রাণী বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। প্রসঙ্গত বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকার অপমানের ঘটনায় বাংলাদেশী নাগরিকদের চিকিৎসা পরিসেবা বন্ধের দাবি নিয়ে ওঠা বিক্ষোভকেও রাজ্যের একটি বেসরকারি হাসপাতাল সমর্থন জানিয়েছে।
শনিবার নিজ সামাজিক মাধ্যমে মন্ত্রী সুধাংশু দাস লিখেছেন, যে অশিক্ষিত মাদ্রাসা ছাপ জিহাদীরা আমাদের দেশের জাতীয় পতাকার অসম্মান করেছে, এরা আবার আমাদের দেশে এসে চিকিৎসা পরিসেবা থেকে শুরু করে সব রকমের পরিসেবা নিচ্ছে।
তাই তিনি বিনীতভাবে সমস্ত ডাক্তারদের কাছে অনুরোধ করেছেন, এই অমানবিকতার বিরুদ্ধে দায়িত্ব নিয়ে দেশের জাতীয় পতাকার অপমানের বিরুদ্ধে গর্জে উঠার।
Leave feedback about this