জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে তৎপর কংগ্রেস দল। তা আরো একবার পার্থক্য করা গেল বুধবার কংগ্রেস ভবনে। এদিন বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ৫৭ পরিবারের ২৬৭ জন ভোটার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন কংগ্রেস দলে। দলত্যাগীদের দলে বরণ করে নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ও বিধায়ক সুদীপ রায় বর্মন। পরে এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মের তীব্র সমালোচনা করে বলেন, জনজাতি গোষ্ঠীর মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তাদের ক্ষমতায়নের জন্য কংগ্রেস দলের যে সমস্ত প্রয়াস তার মধ্যে অন্যতম হলো ষষ্ঠ তপশিল সংশোধনী আনার প্রস্তাব। সেই প্রস্তাব সংসদে দিয়েছিল কংগ্রেস দলই। বর্তমান সরকার এই প্রস্তাব গ্রহণ করে থাকলেও তা বিল আকারে সংসদে পেশ করেনি। বর্তমান দেশের সরকার উপজাতি স্বার্থ বিরোধী। উপজাতি জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য তারা কোন প্রচেষ্টায় করেনি। সামনেই একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। এই রাজ্য তারা ক্ষমতায়। অথচ রাজ্যের জনজাতিদের জন্য কোন পদক্ষেপ নেই।সাংবাদিক সম্মেলনের কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন দেশের আদিবাসীরা এখন পর্যন্ত যা পেয়েছে সবটুকুই কংগ্রেসের দান। কংগ্রেস দল একটা পার্টি যারা সব বংশের মানুষের কথা ভেবে কাজ করে। বিভাজনের রাজনীতি করে না। জনজাতিদের মধ্যেও কিছু রাজনৈতিক দল আছে যারা শুধু একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ সৃষ্টি করে থাকে। বিশেষ করে শাসকগোষ্ঠী।
Leave feedback about this