2024-12-04
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

দেশকে শক্তিশালী করতে হলে দেশের গ্রামীণ ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে : অর্থমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অখিল ভারত সমবায় সপ্তাহে বিভিন্ন কর্মসূচী রাজ্যে। বৃহস্পতিবার আগরতলায় হয় আলোচনাসভা। দেশকে শক্তিশালী করতে হলে দেশের গ্রামীণ ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। দেশের প্রায় ৬৫ শতাংশ জমি কৃষি কাজে ব্যবহৃত হয়। ভারতের মহাপুরুষদের ভাবনাকে চরিতার্থ করতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০বছর ধরে এই গ্রামীন ব্যবস্থাকে বিশেষ করে কৃষি ক্ষেত্রকে শক্তিশালী স্থানে পৌঁছানোর চেষ্টা করেছেন।

তৎকালীন সময়ে জমিদারী প্রথা সহ জমি বন্ধক দিয়ে টাকা পয়সা নিত গরীব অংশের জনগন।বৃহস্পতিবার আগরতলা টাউন হলে ৭১তম অখিল সমবায় সপ্তাহ-এ একথা বললেন অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এদিন “বিকশিত ভারত” নির্মাণে সমবায়ের ভূমিকা-এই ভাবনা নিয়ে আয়োজিত হয় রাজ্যভিত্তিক আলোচনাচক্র। একটি স্মারক উন্মোচনও করা হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ছাড়াও উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সমবায় দপ্তরের আধিকারিকরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service