2025-10-22
Ramnagar, Agartala,Tripura
দেশ

দেশই পরিবার, সীমান্তই ঘর: সৈন্যদের সঙ্গে দীপাবলি উদযাপন মোদীর

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছরও নিজেদের ঐতিহ্য বজায় রেখে দীপাবলি উদযাপন করলেন সীমান্তে দায়িত্বরত সাহসী সেনাদের সঙ্গে। এ বার তিনি কর্বার নিকট আইএনএস বিক্রান্তে নৌসেনার কর্মকর্তাদের ও নাবিকদের সঙ্গে এই উৎসবে অংশ নেন। এই উদ্যোগ আবারও স্পষ্ট বার্তা দেয় যে, মোদীর জন্য “দেশই পরিবার” এবং সীমান্তে থাকা সৈন্যরাই তার প্রিয়।

দীপাবলির আলো শুধু ঘরে নয়, সীমান্তেও জ্বলে। এর অর্থ হলো দেশের নিরাপত্তা এবং সেনাদের নিঃস্বার্থ চেষ্টাই জাতীয় পরিচয়ের অংশ। এই প্রতিবারের ঐতিহ্য এখন শুধু প্রতীকী অনুষ্ঠান নয়, বরং জাতীয় অনুভূতির উৎসব হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী মোদীর প্রতিবারের এই উদ্যোগ সীমান্তে থাকা সৈন্যদের দেশীয় জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে তুলে ধরে এবং মনে করিয়ে দেয় যে, তাদের সাহসের কারণে ঘর-ঘর আলো জ্বলে।

 

প্রধানমন্ত্রী মোদী বছরে বিভিন্ন স্থানে সৈন্যদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন:

 

২০২৪: গুজরাত (কচ্ছ, সার ক্রিক) – সীমান্ত সুরক্ষা বাহিনী, স্থল সেনা ও নৌসেনা

 

২০২৩: হিমাচল প্রদেশ (লেপচা) – সেনা, বিমানসেনা ও নৌসেনা

 

২০২২: কারগিল

 

২০২১: জম্মু ও কাশ্মীর (নৌশেহরা)

 

২০২০: রাজস্থান (জয়সলমের, লংওয়ালা পোস্ট)

 

২০১৯: রাজৌরি (LoC)

 

২০১৮: উত্তরাখণ্ড (হার্শিল)

 

২০১৭: জম্মু ও কাশ্মীর (গুরেজ সেক্টর)

 

২০১৬: হিমাচল প্রদেশ (চীনের সীমান্ত সংলগ্ন)

 

২০১৫: পাঞ্জাব (খসসা, অমৃতসর নিকট)

 

২০১৪: সিয়াচিন – প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম দীপাবলি

 

সীমান্তে দীপ প্রজ্জ্বলন শুধু প্রতীকী নয়; এটি জাতীয় একতা ও সৈন্য–নাগরিক সম্পর্কের শক্তিশালী চিত্র। এই উদ্যোগ দেশের প্রতিটি নাগরিকের মনে গভীর প্রভাব ফেলে এবং জানায় যে শান্তি ও নিরাপত্তার কারণে কোটি কোটি পরিবার ঘরে উৎসব উদযাপন করতে সক্ষম।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service