2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

দেব শিল্পী বিশ্বকর্মা পূজার আয়োজন করতে গিয়ে  বাজারে হাত পুড়ছে ক্রেতাদের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাত পোহালেই দেব শিল্পী বিশ্বকর্মা পুজো। পুজোর বাজারে লেগেছে ধুম। শনিবার থেকেই বাজারে ভিড় জমেছে। রবিবার সকালের পর থেকেই কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে গৃহস্থরা। তবে এবছর বিশ্বকর্মা পুজোর পরদিন সিদ্ধিদাতা গণেশের পূজা হওয়ার কারণে বিপাকে পড়েছে মৃৎশিল্পীরা | জায়গা সংকুলানের কারণে সমস্ত মূর্তি একইসঙ্গে বাজারে আনতে পারেনি। অপরদিকে মূর্তির দাম মোটামুটি ঠিক থাকলেও বারোয়ারী বিশ্বকর্মা পুজোর কারণে বাড়িঘরের পূজো অনেকটাই কমে এসেছে বলে অভিমত ব্যক্ত করেন মৃৎশিল্পীরা। আগে যেখানে বাড়ি বাড়ি বিশ্বকর্মা পূজোর আয়োজন করা হতো এখন সেখানে বিভিন্ন ক্লাব সংগঠন গুলিতে বেশি করে পুজোর আয়োজন চলছে। যার ফলে ছোট মূর্তির চাহিদা অনেকটাই কমে গিয়েছে। একই কথা শোনা যায় ফল বিক্রেতাদের মুখেও। দেদার হারে আর আগের মত কাস্টমার আসছে না।

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service