জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-দৃষ্টিহীনদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশন। সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে বিভিন্ন সময়ে ডেপুটেশন সংগঠিত করছেন সংগঠনের নেতৃত্ব। ফের বুধবার ৯ দফা দাবি নিয়ে সরব সংগঠন। এদিন অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের তরফ থেকে শিক্ষা দপ্তরের বিশেষ সচিবের কাছে স্মারকলিপি জমা দেয় প্রতিনিধিরা।
অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল এদিন মহাকরণে বিশেষ সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। সংগঠনের সাধারন সম্পাদক মিঠুন সাহা জানান দৃষ্টিহীনদের স্বার্থ সম্বলিত ৯ দফা দাবি নিয়ে শিক্ষা দপ্তরের সচিবের কাছে তুলে ধরা হয়েছে।
তাদের দাবির মধ্যে রয়েছে দৃষ্টিহীন শিক্ষক-শিক্ষিকা কিংবা পড়ুয়াদের সিলেবাস অনুযায়ী ব্রেইল বইয়ের ব্যবস্থা, দৃষ্টিহীন শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা, বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার আইন ২০১৬ অনুযায়ী বিদ্যালয় এবং উচ্চ শিক্ষা দপ্তরে একজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগ করার দাবি জানায় সংগঠন।
Leave feedback about this