2024-12-16
agartala,tripura
রাজ্য

দুস্থ মহিলাদের হাতে গুণগত সম্পন্ন শাড়ি তুলে দিয়েছে ব্যবসায়ীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শারদীয়া দুর্গোৎসবের প্রাক মুহূর্তে এবং মহালয়ার পূর্ণ লগ্নে দেবীপক্ষের সূচনায় বাস্তবের দেবীদের হাতে পরনের ভূষন তুলে দিয়েছেন মহারাজগঞ্জ বাজারের আলু পেঁয়াজ রসুন ব্যবসায়ীরা । এদিন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান তথা কর্পোরেটর রতনা দত্ত , এলাকার বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহার উপস্থিতিতে দুস্থ মহিলাদের হাতে ভালো মানের শাড়ি তুলে দেওয়া হয়েছে । প্রসঙ্গত আগে থেকেই মহারাজগঞ্জ বাজারের আলু পেয়াজ ও রসুন ব্যবসায়ীরা দুস্থ মহিলাদের নির্বাচিত করে তাদের হাতে টোকেন ধরিয়ে দিয়েছিল । শনিবার সকালে টোকেন অনুসারে অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা একে একে প্রত্যেকের হাতে শাড়িগুলো তুলে দিয়েছেন । যার ফলে দারুন খুশি হয়েছে দুস্থ মহিলারা । পুজোর পাক লগ্নে ব্যবসায়ীদের এ ধরনের উদ্যোগ সত্তিকারের কাজে পৌঁছাবে সাধারণ গরিব মেহনতী অংশের মানুষের কাছে । ব্যবসায়ীদের এজাতীয় কাজের ভূয়ষি প্রশংসা করেছে বাজারের অন্যান্য ক্রেতা বিক্রেতা প্রত্যেকেই ।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service