জনতার কলম ওয়েবডেস্ক :- অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়া ঘূর্ণিঝড় ‘মন্থা’ ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। রাজ্যের মাচিলিপটনম ও কলিংগাপাটনমের মধ্যবর্তী উপকূলে, কাকিনাডার দক্ষিণে নারসাপুরের কাছে গতরাতে এই ঘূর্ণিঝড় স্থলভাগে আঘাত হানে। বর্তমানে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং আরও দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে।
রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা পুনরুদ্ধারে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে। মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু টেলিকনফারেন্সের মাধ্যমে পরিস্থিতি পর্যালোচনা করেন এবং মন্ত্রী ও শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের বন্যাকবলিত এলাকা পরিদর্শনের নির্দেশ দেন। পাশাপাশি, ক্ষয়ক্ষতির দ্রুত মূল্যায়ন করে কেন্দ্রীয় সরকারের কাছে প্রতিবেদন পাঠানোর নির্দেশও দেন তিনি।
পুলিশ, রাজস্ব দফতর, অগ্নিনির্বাপন, স্বাস্থ্য ও বিপর্যয় মোকাবিলা বাহিনী একযোগে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উপড়ে যাওয়া গাছ ও বৈদ্যুতিক খুঁটি সরানোর কাজ চলছে দ্রুত গতিতে, যাতে যোগাযোগ ব্যবস্থা সচল রাখা যায় ও বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করা সম্ভব হয়।
সরকার ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে খাদ্য, পানীয় জল ও অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ করছে। শহর ও গ্রামাঞ্চলের জলাবদ্ধতা দূর করতে নিকাশি পরিস্কার এবং ড্রেন সংস্কারের কাজও চলছে জোর কদমে।
এরই মধ্যে সড়ক, রেল ও আকাশপথে পরিষেবা স্বাভাবিক হয়ে গেছে। রাজ্য সরকার নাগরিকদের সতর্ক থাকতে আহ্বান জানিয়ে জানিয়েছে— কেউ যেন জলস্রোত অতিক্রম না করেন, ক্ষতিগ্রস্ত ভবন বা বৈদ্যুতিক খুঁটির কাছাকাছি না যান, এবং সংক্রমণ এড়াতে গরম পানি পান করেন।





Leave feedback about this