জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্ঘটনা নাকি হত্যা এ নিয়েই দেখা দিয়েছে ধোঁয়াশা । মৃত্যু রহস্য উদঘাটনে সঠিক তদন্ত চাইছে সাধারণ মানুষ । সংবাদে প্রকাশ শনিবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ বিলোনিয়া থানাধীন গ্যারেজ টিলা এলাকায় উদ্ধার হয়েছে দুই যুবকের রক্তাক্ত দেহ । উদ্ধার হওয়া দুই যুবকের নাম অভিজিৎ দে ও আশীষ মজুমদার ।
দুজনের বাড়ি বিলোনিয়ার মনুর মুখ এলাকায় । প্রসঙ্গত অভিজিৎ ও আসিস ২ যুবক বালুর ব্যবসার সাথে জড়িত ছিল । প্রশ্ন উঠছে তাদেরকে কি হত্যার চেষ্টা করা হয়েছিল নাকি নিছকই দুর্ঘটনা ঘটেছিল ।
এ নিয়ে স্থানীয় মানুষ সন্ধিহান রয়েছে ।জানা যায় অভিজিৎ আশীষকে পেছনের সিটে বসিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল । তবে দুই যুবকের মাথায় ও মুখে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে । ক্ষত দিয়ে রক্ত ঝরছে অনর্গল ।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকল বাহিনীর কর্মীরা ।
রক্তাক্ত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে প্রথমে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসে । এদিকে অবস্থা বেগতিক দেখে সঙ্গে সঙ্গেই তাদেরকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয় । তবে শেষ রক্ষা হল না যুবকদের ।পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে দুই যুবক ।ঘটনার সঠিক তদন্ত চাইছে সাধারণ মানুষ ।
Leave feedback about this