2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

দুর্গোৎসব হোক সবার প্রীতির মেলবন্ধন : টিঙ্কু 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সমাজে আর্থিক দিক দিয়ে দুর্বল পরিবারের সদস্যরাও যাতে নতুন বস্ত্র পরিধান করে শারদীয়া উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন তার জন্য দিকে দিকে চলছে এখন বস্ত্র বিতরণ কর্মসূচী। বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন এবং আর্থিক দিক দিয়ে স্বচ্ছ ব্যক্তিরা শারদীয়া উৎসব উপলক্ষে দুস্থ মানুষের হাতে পূজা উপহার হিসাবে তুলে দিচ্ছেন নতুন কাপড়। যদিও প্রতিবছরই শারদীয়া উৎসবের প্রাক মুহুর্তে রাজ্যে লক্ষ্য করা যায় এধরনের মহতী কর্মসূচি। কিন্তু এবছর যেন বস্ত্র বিতরণ কর্মসূচি বিগত দিনের তুলনায় অনেকটা বেশি।এই কাজে এবার এগিয়ে আসছেন নির্বাচিত জনপ্রতিনিধিরাও। নিজ নিজ নির্বাচনী এলাকার দুস্থদের মধ্যে পূজা উপলক্ষে নতুন কাপড় তুলে দিচ্ছেন নির্বাচিতরা। মঙ্গলবার তা আরো একবার প্রত্যক্ষ করা গেল আগরতলা পুরনিগমের ৩নং ওয়ার্ড এলাকায়। স্থানীয় কর্পোরেটর জগদীশ দাস এর উদ্যোগে এদিন অনুষ্ঠিত হয় এক বস্ত্র বিতরণ কর্মসূচি। আর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে মন্ত্রী শ্রী রায়ের হাত ধরেই এলাকার দুস্থদের হাতে তুলে দেওয়া হয় নতুন কাপড়। শারদীয়া উৎসব উপলক্ষে এধরনের কর্মসূচি আয়োজন করার জন্য কর্পোরেটরকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, দূর্গা উৎসব মানেই অশুভ শক্তির বিনাশ শুভ শক্তির আবির্ভাব। মা দুর্গার আবির্ভাব হয়েছিল মহিষাসুরকে বধ করার জন্য। কিন্তু বর্তমান সমাজে মহিষাসুর না থাকলেও মহিষাসুর রূপে আশুভ শক্তি রয়েছে। তাই অশুভ শক্তি থেকে মুক্তি পেতে মায়ের আরাধনা।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service