2024-12-14
agartala,tripura
রাজ্য

দুর্গোৎসবে রকমারি সুস্বাদু খাবারের স্মভারের আয়োজন করলো হোটেল সোনারতরি রেস্তোরাঁ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিগত বছরের মতো এবারো দুর্গোৎসবে রকমারি সুস্বাদু খাবারের স্মভারের আয়োজন করেছে রাজধানীর সোনারতরির নতুন একান্তে রেস্তোরাঁয়। একান্তে দশভোজের আমন্ত্রণ নিয়ে এসেছে রকমারি খাবার। সুস্বাদু খাবারের মধ্যে রয়েছে চিংড়ি ভর্তা, নোনা ইলিশের বরা, মাটির হাড়ির মাংস, মটন চপ সহ বিভিন্ন খাবারের আয়োজন করা হয়েছে।

ডিশের নুন্যতম মূল্য ৩০০ টাকা ধার্য করা হয়েছে। আগরতলা শহরে বসে বিভিন্ন রকমের নতুন খাবার চিরস্মরণীয় করে রাখবে। সোনারতরি হোটেল কর্তৃপক্ষের তরফে সকলের কাছে আহ্বান রাখেন একান্তে রেস্তোরাঁয় বন্ধু বান্ধব কিংবা পরিজনদের নিয়ে এই মুহূর্তটি আনন্দ মুখর করে তুলতে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service