2024-09-20
agartala,tripura
রাজ্য

দুর্গা পূজার আগে দশমীঘাটের নির্মাণ কাজ শেষ করার নির্দেশ মেয়র ও কমিশনারের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামনে দুর্গা পূজা। হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্টের কাজ দ্রুতগতিতে চলছে। হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য বরাদ্দ করা হয়েছে ৯৯ কোটি টাকা। তার মধ্যে দুই তিনটি প্রজেক্টের কাজ ইতিমধ্যে উদ্বোধন হয়ে গেছে। বাকি কাজ চলছে। সেই কাজও প্রায় শেষ হয়ে এসেছে। এখন শেষ মুহূর্তের কাজ চলছে। দুর্গা পূজার আগেই যাতে দশমীঘাটের নির্মাণ কাজ দ্রুত শেষ হয় সেজন্য মঙ্গলবার নির্মাণস্থল পরিদর্শন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

মেয়রের সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। পরিদর্শনে গিয়ে মেয়র জানান নির্মাণ কাজ আগস্ট মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এদিন তারা বটতলা রাজ শ্মশানও ঘুরে দেখেন। নির্মাণ কাজ কতটুকু এগিয়েছে সে বিষয়ে খোঁজ খবর নেন। বটতলা পোনা বাজারকে অন্যত্র স্থানান্তর করা হবে। পোনা বাজারের জায়গায় একটি পার্ক করা হবে। তার কাজও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কিভাবে গুণমান বজায় রেখে দ্রুত কাজ শেষ করা যায় সে বিষয়ে এদিন মেয়র ও কমিশনার নির্দেশ দেন।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service