জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অল্পেতে বড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল খোয়াইয়ের দুর্গানগর এলাকা। জানা গেছে বৃহস্পতিবার দুপুরে আচমকা স্থানীয় এক মোদীর দোকানে আগুন লাগে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে থাকে। লোকজনের মধ্যে আতঙ্ক ছড়ায়। শুরু হয় দৌড়ঝাঁপ। ঘটনার খবর পেয়ে ছুটে যায় দমকল কর্মীরা।
তাদের চেষ্টায় আগুন আয়ত্বে এলেও সম্পূর্ণ পুড়ে গেছে একটি মুদির দোকান। ব্যাপক ক্ষতি হয়েছে দোকানির। অল্পেতে রক্ষা পেয়েছে আশপাশ এলাকার বাড়িঘর। প্রাথমিক ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Leave feedback about this